পিকচার বিক্রি করে কিভাবে আয় করবেন।

পিকচার সেল করে কিভাবে আয় করবেন। 

Income with sell picture

আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে
 আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য কিছু ওয়েবসাইটের সম্পর্কে জানিয়ে দেবো যেসব ওয়েবসাইট থেকে আপনিও সহজ কিছু কাজ করে আয় করতে পারবেন।আজকের যে টপিক নিয়ে আলচনা করবো সেসব ওয়েবসাইটে কাজ করাটা একদম ইজি।সবাইই পারবেন আয় করতে, তবে এসব ওয়েবসাইটের কিছু রুলস রয়েছে, ভয় পাবেন না তেমন কঠিন রুলস না।এসব ওয়েবসাইটের রুলস মেনে কাজ করতে পারলে আপনি এসব ওয়েবসাইট থেকে লাইফটাইম ইনকাম করতে পারবেন।তো চলুন জেনে নেই আজকের ইম্পোর্টেন্ট বিষয় সম্পর্কে। 

বন্ধুরা আজকে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অগগত করতে যাচ্ছি সে বিষয়টি আপনার নিজের তোলা বা AI Tools ব্যবহার করে ছবি বিক্রি করতে পারবেন।আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি যে বর্তমানে আপনি ফটো সেল করে ইনকাম করতে পারবেন।বর্তমানে ট্রেন্ডিং আর্নিং বিষয় হচ্ছে ফটো আপলোড করে ইনকাম।

এসব ফটো আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কিছু রুলস ফলো করে আপলোড করতে পারলে এবং এপ্রুভ করলেই লাইফটাইম ইনকাম হবে।এপ্রুভ হওয়াটাও কিন্তু একদম সহজ।তো আসুন জেনে নেই কোথায় কোথায় বা কোন কোন ওয়েবসাইটে আপনি ফটো সেল করতে পারবেন।আমি আপনাকে রেকোমেন্ডেড কিছু ওয়েবসাইটের তালিকা সম্পর্কে জানাবো।এছাড়াও আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন।

ফটো সেল করে ইনকাম ওয়েবসাইট তালিকা :

(১) Shutter Stock 

(২) Adobe Stock

(৩) Free Pik

(৪) iStock

(৫) Alamy

(৬) Getty Image 

(৭) Vecteezy

ইত্যাদি এসব ওয়েবসাইটের লিংক আপনারা পেয়ে যাবেন।আসলে একদম সহজ এসব ওয়েবসাইট থেকে ইনকাম করা একবার যদি এপ্রুভ করাতে পারেন তাহলে আপনি সারাজীবন ইনকাম করতে পারবেন।যদি তাদের রুলস ফলো করে কাজ করতে পারেন।তবে হ্যাঁ এসব সাইটে ফটো সেল করতে চাইলে অবশ্যই আপনাকে একটি সেলার একাউন্ট করতে হবে।এই সম্পর্কে পরবর্তীতে আরেকটি ব্লগ পোস্ট দেওয়া হবে দেখে নিবেন কিভাবে ফটো সেল করার জন্য কন্ট্রিবিউটর একাউন্ট তৈরি করবেন।

(১) Shutter Stock

শাটার স্টক হচ্ছে বিখ্যাত একটি ওয়েবসাইট যেখানে আপনি ফ্রী ইমেজ ডাউনলোড করতে পারবেন এবং একই সাথে আপনি ছবি আপলোড করে ইনকামও করতে পারবেন।তাদের রুলস মেনে কাজ করলে আপনার ছবি এপ্রুভ হবে নিশ্চিত।আর এপ্রুভ হলে লাইফটাইম আর্নিং করতে পারবেন।নিচে তাদের কিছু গুরুত্বপূর্ণ ফটো সাবমিট গাইডলাইন সম্পর্কে দেওয়া হলো :

  • আপনার কন্টেন্ট অইজিনাল ও হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে।
  • আপনাকে অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।
  • পিকচার সাইজ মিনিমাম 4MB - 50MB এর ভিতরের থাকতে হবে।
  • কপি করা কোনো কিছু এপ্রুভ হবে না।
  • পিকচারে কোনো ওয়াটারমার্ক বা ব্যবসায়ীক অন্যান্য কোনো লগো থাকতে পারবে না।
  • পর্ণোগ্রাফি পিকচার এপ্রুভ হবে না।
  • কপিরাইট বা অন্য কারো পিকচার চুরি করে দেওয়া যাবে না।
  • এবং যদি ভিসা কার্ড বা ফিনান্সিয়ালভাবে জড়িত এমন পিকচার দেওয়া যাবে না।
  • ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে।
  • বৈধ ট্যাক্স ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
ট্যাক্স ফর্ম সম্পর্কে যারা জানেন না তাদের জন্য আরো একটি ব্লগ পোস্ট নিয়ে আসবো, সাথেই থাকুন।
মোটামোটি এসব নিয়ম মেনে ছবি আপলোড করলে এপ্রুভ হবে নিশ্চিত। সব জায়গায় এই একই নিয়ম তবে কিছুটা ভিন্ন থাকতে পারে অন্যান্য প্লাটফর্মে। 

(২) Adobe Stock 

এডোবি স্টক হচ্ছে আরেকটা বিখ্যাত কপিরাইট ফ্রী ইমেজের প্লাটফর্ম। এখানে আপনি পিকচার ডাইনলোড করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন।চলুন জেনে নেই Adobe Stock এর নীতিমালা।

  • Adobe Stock- এ আপনি ফটো সেল করতে চাইলে আগে আপনাকে সেলার একাউন্ট করতে হবে। 
  • ১৮ বছরের বেশি বয়স হতে হবে।
  • ভালো মানের পিকচার আপলোড করতে হবে।
  • কোনো কপিরাইটযুক্ত ইমেজ / কোনো ব্যাক্তির পারসোনাল ইনফরমেশন পিকচারে আছে এমন পিকচার আপনি কোথাও আপলোড দিতে পারবেন না।
  • খারাপ / এডাল্ট পিকচার দিতে পারবেন না।কপি করা থেকে বিরত থাকুন।
  • পিকচার সাইজ মূলত 4 megapixels এর উপরে হতে হবে এবং 80 megapixels এর বেশি হতে পারবে না।
এসব মেনে চলেন দেখবেন ছবি এপ্রুভ হবে।তবে একটি সুখবর হচ্ছে যে এই ওয়েবসাইটে AI Tools ব্যবহার করে ফটো আপলোড করতে পারবেন।তবে বলে দিতে হবে যে এটা AI দিয়ে তৈরি করা।ফটোটি অসাধারণ হতে হবে।এবং কোথায় থেকে এসব পিকচার ক্রিয়েট করেছেন তা উল্লেখ করে দিতে হবে।

(৩) FreePik

ফ্রীপিক হচ্ছে একটি কপিরাইট ফ্রী ইমেজের ভান্ডার যেখানে আপনি বিভিন্ন ধরনের পিকচার আপলোড ও ডাউনলোড করতে পারবেন। ইনকামও করতে পারবেন।লাইফটাইম আর্নিং। কিছু রিকোয়ারমেন্ট মেনে পিকচার আপলোড করবেন অবশ্যই। 

  • ১৮ বছরের বেশি বয়স হতে হবে।
  • হাই কোয়ালিটি ইমেজ আপলোড করতে হবে।
  • কারো ব্যক্তিগত তথ্য তাকে বা প্রোভাইড করা এমন পিকচার গ্রহণযোগ্য না।
  • কপি করা যাবে না।
  • ১৮+ পিকচার আপলোড করা যাবে না।
  • পিকচার সাইজ 4-50 মেগাপিক্সেলের ভিতরে থাকতে হবে।
  • আইডি কার্ড থাকতে হবে। 
  • একাউন্টের নাম দিবেন আইডি কার্ড অনুযায়ী। আপনার কার্ড না থাকলে বাবা-মায়ের আইডি কার্ড হলে চলবে।

(৪) Alamy 

এলামি হচ্ছে ছবি ডাউনলোডের একটি প্লাটফর্ম। যেখানে আপনি বিভিন্ন ধরনের পিকচার ডাউনলোড করতে পারবেন।হ্যাঁ ইনকামও করতে পারবেন।কন্ট্রিবিউটর একাউন্ট ক্রিয়েট করে।ভালো পরিমানের একটি আর্নিং হবে যেটা আপনার লাইফটাইম হবে।

  • ১৮ বছরের বেশি হতে হবে বয়স।
  • ন্যাশনাল আইডি কার্ডের থাকতে হবে যাতে আইডি কার্ড অনুসারে নাম দেয়া যাবে যাতে কোনো সমস্যা না হয়।
  • হাই কোয়ালিটি ইমেজ আপলোড করতে হবে। 
  • 4-80 মেগাপিক্সেলের মধ্যে ইমেজ আপলোড করতে হবে।
  • E-Tin সার্টিফিকেট জমা দিতে হবে।
  • ই টিন সার্টিফিকেট কী তা যদি কেউ না বুঝেন তাহলে আপনাদের জন্য একটি পোস্ট নিয়ে আসবো।
  • কপিরাইট আছে এমন ইমেজ দিবেন না।

(৫) Vecteezy 

ভিকটেজি হচ্ছে পিকচার আপলোড করে ইনকাম করার সাইট যেখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির পিকচার আপলোড করে ইনকাম করতে পারবেন।Ai ব্যবহার করেও পিকচার আপলোড করতে পারবেন।এখানে আপনি কন্ট্রিবিউটর হিসেবে একাউন্ট ক্রিয়েট করে যাস্ট কিছু ঘন্টা সময় ওয়েট করে দেখেন একটি কনফারমেশন্স মেইল পাবেন একসেপ্ট করেছে নাকি রিজেক্ট করেছে।যেকোন একটি হলেও পাবেন।আর ফটো আপলোড রিকোয়ারমেন্ট প্রায় সবই একই তাই উপরে উল্লেখিত যেসব রিকোয়ারমেন্ট দিয়েছি সেই রিকোয়ারমেন্ট সব ওয়েবসাইটের ক্ষেত্রে প্রায় সবই এক।

উপসংহারে

তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কিভাবে বা কোন ওয়েবসাইটের মাধ্যমে আয় করতে পারবেন। তবে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে পিকচার আপলোড এর রিকোয়ারমেন্ট গুলো ফলো করে পিকচার আপলোড করলে এপ্রুভ হবে ১০০%। কিভাবে একাউন্ট করবেন এসব সাইটে পরবর্তী পোস্টে দেওয়া হবে।আর এসব সাইটের লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করলে সরাসরি এসব ওয়েবসাইটে পৌঁছে যাবেন।আপনার যেটা ভালো লাগে সেটাতে গিয়ে সাইনআপ করে আর্নিং শুরু করে দিন।
ভালো থাকবেন।নেক্সট পোস্টের জন্য অপেক্ষা করুন।খুব শীগ্রই পেয়ে যাবেন পরবর্তী পোস্ট।
আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال