কিভাবে "উপায়" একাউন্ট
খোলবেন। (২০২৪)
আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন।আজকে আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে একটি "উপায়" একাউন্ট খোলতে পারবেন। উপায় একাউন্ট কি এটি নিশ্চয়ই অনেকে জানেন,কিন্তু এটি খোলার নিয়ম হয়তো খুব কম লোক জানে।তাই আজকের এই ব্লগে শিখতে পারবেন "উপায় একাউন্ট খোলার নিয়ম " সম্পর্কে।
উপায় একাউন্ট কি
উপায় হচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের দ্বারা পরিচালিত একটি এপস।এই উপায় একাউন্ট বাংলাদেশের গ্রাহকদের জন্য ব্যবহৃত হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি আর্থিক লেনদেন বা সেবা প্লাটফর্ম।
যেখানে উপায় ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন জীবনের লেনদেন সম্পন্ন করতে পারে।উপায় এপসটি তাদের ব্যবহারকারীদের জন্য এই এপসটি ব্যবহারে লেনদেন ও অন্যান্য কাজ সহযে করা যায়।উপায় এপসটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) ২০২১ সালের মার্চ মাসে চালু হয়।
এই এপের মাধ্যমে ucb ব্যাংক তাদের গ্রাহককে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে।এই এপসটি ব্যবহার করে তাদের গ্রাহকরা সহজ ও নিরাপদে লেনদেন করতে পারে।
উপায় একাউন্ট খোলার নিয়ম
সহজেই যে কেউ উপায় একাউন্ট খোলতে পারবেন। কিছু জিনিস ফলো করেই সহজে একাউন্ট খোলতে পারবেন।
১) উপায় এপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন।
২) ডাউনলোড হয়ে গেলে উপায় এপে প্রবেশ করুন।
৩) Register বা Sign up বাটনে ক্লিক করুন।
৪) আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করবেন যেমন - মোবাইল নাম্বার,আইডি কার্ডের নাম্বার,জন্ম তারিখ, আইডি কার্ডের সামনের ও পেছনের ছবি তুলে আপলোড করতে হবে।
৫) সেলফি তুলতে হবে।যার আইডি কার্ড তার ছবি তুলতে হবে।
৬) আপনার মোবাইল নাম্বারে একটি OTP (one time password) যাবে,সেটি আপনার মোবাইলের ভেরিফাই করে নিবেন।
৭) তারপরে একটি স্ট্রং একটি পিন নাম্বার দিবেন।৪ ডিজিটের একটি স্ট্রং পিন দেওয়ার চেষ্টা করবেন।
৮) উপায় টিমের কর্মচারীরা আপনার দেওয়া তথ্য দ্রুত রিভিউ করবে।সবকিছু ঠিক থাকলে একাউন্ট খোলে দিবে।
৯) কিছু সময় নিবে একাউন্ট সক্রিয় করার জন্য।এর পরে আপনি বিভিন্ন আর্থিক লেনদেন করতে পারবেন।
মূলত এইভাবে সহজে একটি "উপায়" একাউন্ট খোলতে পারবেন। যেভাবে বলেছি সেভাবে কাজ করলে হয়ে যাবে।
উপায় একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম
উপায় একাউন্টের ব্যালেন্স দেখতে ২ টি উপায়ে দেখা যায়।উপায় এপস ডাউনলোড করে,আর মোবাইলের ডায়াল প্যাড ব্যবহার করে।চলুন জেনে নিবেন কিভাবে উপায় একাউন্ট ব্যালেন্স চেক করবেন।
উপায় এপস :
১) প্লে স্টোর থেকে উপায় এপস ডাউনলোড করে নিবেন।
২) ইনস্টল হয়ে গেলে এপে প্রবেশ করুন।
৩) নাম্বার প্রদান করুন।যে নাম্বারে উপায় একাউন্ট খোলা আছে সেই নাম্বার প্রদান করুন।
৪) তারপরে আপনার পিন চাইবে, পিন দিয়ে দিবেন।
৫) উপায় ড্যাশবোর্ডে নিয়ে যাবে সেখান থেকে ব্যালেন্সের অপশন খোজে বের করুন।সেখানে ট্যাপ করলেই ব্যালেন্স দেখতে পারবেন।
USSD কোড ডায়াল :
ussd কোড ডায়াল করে ব্যালেন্স চেক বলতে বোঝায় মোবাইলের ডায়াল প্যাড ব্যবহার করে ব্যালেন্স চেক করা।চলুন বলে দেই কিভাবে ডায়াল পেড ব্যবহার উপায় একাউন্ট ব্যালেন্স চেক করবেন।
১) মোবাইলের ডায়াল বারে যাবেন।
২) সেখানে গিয়ে *268# ডায়াল করেন।
৩) কোড রানিং হবে।
৪) তারপরে ব্যালেন্স ইনকুয়ারি দিবেন কত নাম্বারে আছে সেই নাম্বারটি রিপ্লাই এর জায়গায় দিবেন।
৫) তারপরে Balance inquiry তে রিপ্লাই দিবেন।
৬) তারপরে PIN নাম্বার দিবেন।
৭) তারপর ব্যালেন্স দেখতে পারবেন।
এভাবেই ব্যালেন্স চেক করতে পারবেন।
উপসংহার
আশা করি বুঝতে পারলেন কিভাবে "উপায়" একাউন্ট খোলতে হবে।তবে কিছু অপশন এর কিছু ব্যতিক্রম হতে পারে,তা দেখে নিবেন।খুব সাবধানের সাথে একাউন্ট তৈরি করবেন।কেননা সঠিক তথ্য ছাড়া উপায় একাউন্ট খোলা যাবে না।
তবে অনেকে চায় উপায় একাউন্ট বন্ধ করে দিতে।উপায় একাউন্ট বন্ধ করার জন্য আশেপাশের কোনো এজেন্টের কাছে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কাস্টমার কেয়ারেও যোগাযোগ করতে পারেন।
উপায়ের কাস্টমার কেয়ার নাম্বার 16224 অথবা তাদের অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করে আপনার সম্পূর্ণ তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করলে আপনার একাউন্ট ডিসেবল করে দিবে।
Tags
মোবাইল ব্যাংকিং