ব্লগার ওয়েবসাইটের জন্য
টেমপ্লেট আপলোড কিভাবে
করবেন।
আজকের এই বিষয়ে জানানো যে কিভাবে একজন ব্লগার ব্যবহারকারী ব্লগারে কাস্টম টেমপ্লেট আপলোড করবেন ও তা কাস্টমাইজেশন করবেন।
কাস্টমাইজ করার জন্য অবশ্যই একটি টেমপ্লেট লাগবে।
ফ্রী টেমপ্লেটও আছে এবং পেইড টেমপ্লেটও আছে।যার যেটা লাগে।
তবে আগে বলে নেই যদি কেউ চায় যে এডসেন্স এপ্রুভ পেতে তাহলে পেইড টেমপ্লেটই ভালো।
কারণ ফ্রী টেমপ্লেটে নিচের দিকে গেলে ফুটার ক্রেডিট অন্য কারো দেয়া থাকে।আর সেগুলো সরানো মুশকিল,সরানো যায় কিন্তু ওয়েবসাইট কাজ করবে না।
সুতরাং পেইড টেমপ্লেটই ভালো মনে করি।তো চলুন জেনে নেই।
ব্লগারে কিভাবে থিম আপলোড করবেন
ব্লগারে থিম/টেমপ্লেট আপলোড করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট জিমেইল একাউন্ট দিয়ে লগ-ইন করে নিতে হবে।অর্থাৎ যে ওয়েবসাইটে থিম আপলোড করবেন ঐ একাউন্টের জিমেইল দিয়ে।
১) লগইন করার পরে ব্লগার ড্যাশবোর্ডে থাকবেন।
২) তারপরে বাম দিকের ত্রিডট মেনুতে ক্লিক করবেন।
৩) একটু নিচের দিকে তাকালে দেখবেন "Theme" লেখা,এই অপশনটিতে ক্লিক করবেন।
৪) তারপরে আপনার সামনে "Customize" নামের অপশন আসবে,তবে কাস্টমাইজের সাইডে দেখবেন একটি তীর চিহ্নের মতো আছে অখানে আপনি ক্লিক করবেন।কাস্টমাইজ এ ক্লিক করবেন না তাহলে অন্য অপশন চলে আসবে।
৫) তারপরে অখানে দেখতে পাবেন কয়েকটি অপশন সেখানে থেকে আপনি "Restore" অপশন সিলেক্ট করবেন।আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে।
৬) ফাইল ম্যানেজার থেকে অবশ্যই আপনাকে "XML" ফাইল আপলোড করতে হবে। zip ফাইল আকারে ডাউনলোড হবে,আপনি এটিকে Unzip করে নিবেন।এর ভিতরে গেলে xml ফাইলটি পেয়ে যাবেন।
৭) তারপরে "xml" ফাইলটি খুঁজে পাওয়ার পরে সেটি ক্লিক করবেন। ব্যাস আপলোড হয়ে যাবে।
উপসংহার
ব্লগার ব্যবহারকারী দিন দিন বেড়ে চলছে।যারা ব্লগার ব্যবহার করবেন তাদের আলাদা করে কোনো হোস্টিং কিনতে হবে না।ডোমেইন কেনার পরে তা কাস্টমাইজেশন করলে ডোমেইন এড হয়ে যায়।
আশা করি বুঝতে পারছেন কিভাবে ব্লগারে টেমপ্লেট আপলোড করবেন।থিমস আপলোড করার পরে তা কাস্টমাইজেশন করা লাগে।থিম কাস্টমাইজ নিয়ে একটি দিবো।সকলে ভালো থাকবেন।
Tags
SEO