সাধারণ বীমা কর্পোরেশন। SBC

ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক সুরক্ষার আরেক নাম - সাধারণ বীমা


Sbc


গত ২ পোস্টে দিয়ে ছিলাম যে বীমা কি এবং বিস্তারিত, অন্য আরেকটি দিয়েছিলাম জীবন বীমা কী, আজ আপনাদেরকে জানাবো সাধারণ বীমা সম্পর্কে। 

আর্থিক সুরক্ষার ও ভবিষ্যত নিরাপত্তার ক্ষেত্রে বীমা করে রাখাটা জরুরী।কিন্তু বীমা সম্পর্কে ধারনা রাখাটাও জরুরী হয়ে উঠে।

তাই আপনাদের মাঝে বীমা সম্পর্কে আলোচনা করি।আগের পোস্টে জীবন বীমা সম্পর্কে দিয়েছিলাম, আজ আপনাদেরকে জানাবো সাধারণ বীমা সম্পর্কে, যা রাস্ট্রায়ত্ব বীমা।অর্থাৎ সরকারি বীমা কারী প্রতিষ্ঠান এটি।
তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক আজকে মেইন টপিকে। 

সাধারণ বীমা কর্পোরেশন 

সাধারণ বীমা কর্পোরেশন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় একটি বীমাকারী প্রতিষ্ঠান। জীবন বীমার পরেই এর স্থান বাংলাদেশে।

এটি একটি বাংলাদেশের অন্যতম একটি সরকারি বীমাকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র Life insurance বাদে বাকি কতকগুলো বীমা প্রদান করে থাকে।

সাধারণত সাধারণ বীমা সরকারি ও বেসরকারি সম্পদের ঝুঁকি কমায় এবং সংরক্ষণ করে থাকে।মানুষের আস্থায় বীমা প্রতিষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।এই প্রতিষ্ঠানটি সাধারণ বীমা খাতের উন্নয়ন ও সুরক্ষার নিশ্চিত করে থাকে।

প্রতিষ্ঠানটি মানুষের সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন ধরনের বীমা প্রদান করে থাকে।যেমন - সম্পদ বীমা,অগ্নি বীমা,প্রকৌশল বীমা,সমুদ্র বীমা ইত্যাদি। 

সাধারণ বীমা তাদের সেবার উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছে।এছাড়াও সাধারণ বীমা কর্পোরেশন নতুন বীমা চালু করার পরিকল্পনা করছে।

মানুষের জীবনযাত্রার মান যাতে সহায়ক হয় তাই তারা মানব লক্ষ্যে উন্নয়ন করার চেষ্টা করছে।

সাধারণ বীমা কর্পোরেশন এর কাজ কি

সাধারণ বীমা কর্পোরেশন এর কাজ মূলত বীমা প্রদান করা,যেমন সম্পত্তি বীমা, সমুদ্রা বীমা,প্রকৌশল বীমা,ইত্যাদি বীমা প্রদান করা।

সাধারণ বীমা কর্পোরেশন এর কাজ হচ্ছে মানুষের সম্পদের ঝুঁকি কমানোর ও নিরাপত্তার দিক বিবেচনা করা।

এই প্রতিষ্ঠানটি মানুষের বিভিন্ন ধরনের সম্পদ যেমন গাড়ি,বাড়ি,ইন্ড্রাস্ট্রি,কল-কারখানা ইত্যদি সম্পত্তি সুরক্ষার জন্য বীমা গ্রহন করে থাকে।

যাতে একজন মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা ও ঝুঁকি কমানোর আস্থা দেয়।অফিসের জন্যও এই ধরনের বীমা প্রযোজ্য।

অগিকান্ডের ফলে সৃষ্ট কোনো দূর্ঘটনায় যদি মানুষের ক্ষতি হয়, তাহলে বীমা গ্রহীতা সেই ক্ষতির পুরো ক্ষতিপূরণ পেয়ে থাকে।

যানবাহনের জন্য দূর্ঘটনার সম্মুখীন হলে হলে বা হয়ে গেলে সেই ক্ষতির ক্ষতিপূরণ দিয়ে থাকে।সেটা ব্যক্তিগত বা বাণিজ্যিক হতে পারে।

সমুদ্রপথে আনার সময় যদি কোনো সম্পদ নষ্ট হয় তাহলে সেটির বীমাও প্রদান করে থাকে সাধারণ বীমা কর্পোরেশন। 

ঋন পরিশোধে যদি কোনো ব্যক্তি অক্ষম হয়ে তাহলে ঋণদাতার ক্ষতির সুরক্ষা প্রদান করে।

মূলত এগুলোই হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন এর কাজ।সাধারণ বীমা কর্পোরেশন সবসময় মানুষের প্রয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সাধারণ বীমা কর্পোরেশন পেনশন

সাধারণ বীমা কর্পোরেশন তাদের প্রতিষ্ঠানে কর্মীদের কথা চিন্তা করে তাদেরকে অবসর সময়ে পেনশন প্রদান করে থাকে।

এই সুবিধাটি মূলত তাদের কর্মীদের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে দেওয়া হয়।যাতে করে তারা ভবিষ্যতে আর্থিক ঝুঁকিতে না আসতে হয়।

কিছু কিছু কর্মী আংশিক পেনশন পেয়ে থাকে।অর্থাৎ বীমা কারী প্রতিষ্ঠানের কিছু কর্মী সামান্য কিছু দিন করার পরেও আংশিক পেনশন পেয়ে থাকে।

বীমা কারী প্রতিষ্ঠানের কোনো কর্মী যদি মারা যায় তাহলে ঐ কর্মীর পরিবারের আর্থিক সুরক্ষার জন্য তাদেরকে পেনশনের পুরো টাকাটা দেওয়া হয়।

সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠানটি কোনো কর্মী যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় তাহলেও পেনশন থেকে চিকিৎসা করিয়ে থাকে,শুধু যে কর্মী তা নয় কর্মীর পরিবারের সদস্যরাও এই সুবিধা ভোগ করতে পারে।

তবে এসব সুবিধা প্রদান করা হয় কর্মী কত বছর কাজ করেছেন তার উপরে নির্ভর করে। একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পরে এই সুবিধা গ্রন করে।

সুতরাং সাধারণ বীমা কর্পোরেশন এর কর্মীরা যাতে ভবিষ্যতে আর্থিক ঝুঁকিতে না পড়তে হয় সেই কথাই মাথায় রেখে পেনশন দেওয়া হয়।

সাধারণ বীমা কর্পোরেশন এর প্রধান কার্যালয় 

এর প্রধান কার্যালয় ঢাকাতে,মতিঝিল এলাকায় এটি অবস্থিত। 

সাধারণ বীমা কর্পোরেশন এর ওয়েবসাইট লিংক হচ্ছে -
www.sbc.gov.bd এই প্রতিষ্ঠানটি ঢাকার মতিঝিল এলাকায় অবস্থিত এবং এটি কেন্দ্রীয় অফিস হিসেবে পরিচিত। 

এর বিভিন্ন শাখার মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলায় সেবা পরিচালনা করে আসছে।এর ইমেইল ঠিকানা হচ্ছে - info@sbc.gov.bd চাইলে সকল তথ্য সম্পর্কে জানতে পারেন।

সাধারণ বীমা কর্পোরেশন এর চাকরি করার সুযোগ

সাধারণ বীমা কর্পোরেশন এ চাইলে যোগ্য কেউ চাকরি করতে পারে।ক্যারিয়ার হিসেবে সাধারণ বীমা কর্পোরেশন এ চাকরির সুযোগ দিয়ে থাকে।

কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন নির্ধারণ করে থাকে এই প্রতিষ্ঠানটি।চাইলেই যোগ্য যে কেউ আবেদন করতে পারবেন। 

এই প্রতিষ্ঠানে বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে,এছাড়াও বোনাস রয়েছে এই প্রতিষ্ঠানের চাকরির। 

সরকারি ছুটির সুবিধা রয়েছে।অন্যান্য দিনের ছুটি চাইলেও দেওয়া হয়।

সুতরাং সবমিলিয়ে ক্যারিয়ার হিসেবে যোগ্য প্রার্থী আবেদন করতে পারে।ক্যারিয়ার হিসেবে খারাপ হবে না যেহেতু এটি একটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান। 

শেষের কথা

আশা করি সাধারণ বীমা কর্পোরেশন সম্পর্কে ধারনা পেয়েছেন। এই প্রতিষ্ঠান মানুষের সেবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

যাই বলুন না কেন।বীমা করে রাখাটা খুব জরুরী কেননা ভবিষ্যতের আর্থিক সংকটের উপর দিয়ে যেতে হবে।কার কখন কি হয়ে যায় বলা যায় না,তাই বীমা কর্পোরেশন এইসব ঝুঁকি কমাতে আগ্রহী।

সাধারণ বীমা কর্পোরেশন এর সুবিধাও অনেক রয়েছে।তাই যে কেউ চাইলে তাদের শর্ত অনুযায়ী বীমা গ্রহন করতে পারেন।

আশা করি জীবন বীমা কর্পোরেশন সম্পর্কে ধারনা পেয়েছেন। আজকের ব্লগ পোস্ট এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। 

নবীনতর পূর্বতন

نموذج الاتصال