কম্পিউটারের গুরুত্বপূর্ণ ৮০ টি কিবোর্ড শর্টকাট

দ্রুত কাজ ও সময় বাচাঁতে

কিবোর্ড শর্টকাট এর গুরুত্ব

অপরিসীম 

Computer keyboard

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজকের এই ব্লগ পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করবো কম্পিউটারের গুরুত্বপূর্ণ ৮০ টি কিবোর্ড শর্টকাট সম্পর্কে। 

কিবোর্ড শর্টকাট কী

কিবোর্ড শর্টকাট বলতে বুঝায় যে কাজ করার সময় এক বা একাধিক key ব্যবহার করে কাজের সময় ও শ্রম বাচায় তা হচ্ছে কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট এ কম্পিউটারের কিবোর্ড - ব্যবহার করে এক বা একাধিক
key ব্যবহার করে নির্দিষ্ট কোনো কাজ সহজে করা যেতে পারে।অনেক সময় কাজের চাপ বেশি থাকে,তখন মাউসের কাজের কথা চিন্তা করলে সময় লেগে যায় বেশি।তাই কম্পিউটারের কিবোর্ড শর্টকাট key গুলো ব্যবহারে কাজের চাপ কমায় এবং আরামে কাজ করতে পারে।তাই আপনাদের অবশ্যই কিবোর্ড শর্টকাট সম্পর্কে ভালো করে জেনে নেয়া উচিত।তাই আসুন জেনে নেই কম্পিউটারের ৮০ টি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট key


কিবোর্ড শর্টকাট Key list ৮০ টি


১/ Ctrl + C - লেখা কপি করা।

২/ Ctrl + X - লেখা কাট করা।

৩/ Ctrl + V - লেখা পেস্ট করা।

৪/ Ctrl + Z - ডিলেট করা লেখা বা আগের অবস্থায় ফিরে যেতে (Undo).

৫/ Ctrl + A - সকল কিছু সিলেক্ট করা।

৬/ Ctrl + S - সেভ করে রাখা।

৭/ Ctrl + P - লেখা বা পিকচার প্রিন্ট করা।
 
৮/ Ctrl + Alt + B - বিজয় একুশের বাংলা কিবোর্ড সিলেক্ট করা।

৯/ Alt + Tab - এপ্লিকেশন সুইচিং। 

১০/ Alt + F4 - এপ্লিকেশন বন্ধ করা।

১১/ Windows + D - ডেস্কটপ প্রদর্শন / লোকানো।

১২/ Windows + L - কম্পিউটার লক।

১৩/ Windows + E - ফাইল এক্সপ্লোরার খোলা।

১৪/ Windows + R - রান করা ডায়লগ বক্স খোলা।

১৫/ Windows + S - কম্পিউটারের সার্চবার খোলা।

১৬/ Windows + I - কম্পিউটারের সেটিংস খোলা।

১৭/ Win + Pause - সিস্টেম প্রোপার্টি। 

১৮/ Win +, (কমা) - ডেস্কটপ পিক।

১৯/ Win + Space - ভাষা চেঞ্জ করা।

২০/ Ctrl + Shift + Esc - টাস্ক ম্যানেজার খোলা।

২১/ Alt + Enter - সিলেক্ট করা আইটেমের প্রোপার্টিজ।

২২/ Alt + Space - একটিভ উইন্ডোর কনটেক্সট মেনু।

২৩/ Alt + F10 - এপ্লিকেশন মেনু খোলা।

২৪/ Ctrl + Esc - স্টার্ট মেনু খোলা।

২৫/ Ctrl + F - সার্চ বক্স খোলা কোনো জায়গায়।

২৬/ Ctrl + N - নতুন ডকুমেন্ট খোলা।

২৭/ Ctrl + O - ডকুমেন্টস খোলা।

২৮/ Ctrl + B - লেখা বোল্ড করা।

২৯/ Ctrl + I - লেখা ইটালিক করা।

৩০/ Ctrl + U - লেখা আন্ডারলাইন করা।

৩১/ Ctrl + Shift + '>' - লেখা বা ফন্ট বড় করা।

৩২/ Ctrl + Shift + '<' - লেখা ছোট করা।

৩৩/ Ctrl + K - হাইপারলিংক তৈরি করা। 

৩৪/ Ctrl + Home - ডকুমেন্টের শুরুতে যাওয়া।

৩৫/ Ctrl + End - ডকুমেন্টের শেষে যাওয়া।

৩৬/ Ctrl + Enter - নতুন পৃষ্ঠা শুরু।

৩৭/ Ctrl + Shift + L - বুলেটেড লিস্ট তৈরি করা। 

৩৮/ Ctrl + 1 - সিঙ্গল স্পেসিং।

৩৯/ Ctrl + 2 - ডাবল স্পেসিং।

৪০/ F7 - বানান পরীক্ষা। 

৪১/ Ctrl + F3 - কেস পরিবর্তন বা বড় হাতের থেকে ছোট হাতের এবং বিপরিত।

৪২/ Ctrl + (+) - সাবস্ক্রিপ্ট। 

৪৩/ Alt + Shift + D - বর্তমান তারিখা সন্নিবেশ।

৪৪/ Alt + Shift + T - বর্তমান সময় সন্নিবেশ। 

৪৫/ Ctrl + T - ব্রাউজারে নতুন ট্যাব খোলা।

৪৬/ Ctrl + w - বর্তমান ট্যাব বন্ধ করা।

৪৭/ Ctrl + Shift + T বন্ধ করা ট্যাবে পুনরায় ফিরে যাওয়া।

৪৮/ Ctrl + Tab - পরবর্তী ট্যাবে যাওয়া।

৪৯/ Ctrl + Shift + Tab - পূর্ববর্তী ট্যাবে যাওয়া।

৫০/ Ctrl + L - ব্রাউজারে এড্রেসবার সিলেক্ট করা।

৫১/ Ctrl + D - বুকমার্ক করা।

৫২/ Ctrl + Shift + B - বুকমার্ক করা আইটেম দেখা/লোকানো।

৫৩/ Ctrl + H - ব্রাউজারের হিস্ট্রি খোলা।

৫৪/ Ctrl + J - ডাউনলোড খোলা।

৫৫/ Ctrl + U - সোর্স কোড প্রদর্শন। 

৫৬/ Ctrl + Shift + Delete - ক্লিয়ার ব্রাউজিং ডাটা।

৫৭/ F5 - রিফ্রেশ করা।

৫৮/ Ctrl + F5 - ক্যাশে ক্লিয়ার করে রিফ্রেশ করা।

৫৯/ F11 - ফুল স্ক্রিন মোড।

৬০/ Ctrl + Shift + N - নতুন ফোল্ডার তৈরি করা। 

৬১/ Alt + P - প্রিভিউ প্যানেল দেখা।

৬২/ Alt + D - সিলেক্টেড আইটেম ডিলেট।

৬৩/ Ctrl + F1 - রিবন মেনু দেখানো/লোকানো।

৬৪/ Ctrl + Shift + C - ফরম্যাট পেইন্টার চালু।

৬৫/ Ctrl + '=' - সুপার স্ক্রিপ্ট।

৬৬/ Ctrl + Shift + End - কার্সর থেকে শুরু করে শেষ পর্যন্ত সেলেক্ট করা।

৬৭/ Ctrl + Shift + Home - কার্সর থেকে শুরু করে ডকুমেন্টের শুরুতে সিলেক্ট করা।

৬৮/ Ctrl + Down Arrow - পরবর্তী অনুচ্ছেদে যাওয়া।

৬৯/ Ctrl + Up Arrow - উপরের অনুচ্ছেদে যাওয়া।

৭০/ Ctrl + Right Arrow - শব্দের ডানে যাওয়া।

৭১/ Ctrl + Left Arrow - শব্দের বামে যাওয়া।

৭২/ Ctrl + Delete - সামনে থেকে একটি শব্দ ডিলেট।

৭৩/ Ctrl + Shift + S - সংরক্ষণ করা।

৭৪/ Shift + Delete - স্থায়ীভাবে ডিলেট করা।

৭৫/ F1 - সহায়তা বা সাহায্য।

৭৬/ Windows + P - ডিসপ্লে মোড পরিবর্তন করা।

৭৭/ Win + Up Arrow - উইন্ডো মেক্সিমাইজ করা।

৭৮/ Win + Down Arrow - উইন্ডো মিনিমাইজ করা।

৭৯/ F2 - রিনেম করা।

৮০/ F4 - এড্রেসবার সিলেক্ট করা।

এগুলো হচ্ছে কম্পিউটারের কিবোর্ড শর্টকাট। এসব জানা খুবই জরুরী কেননা।অফিসের কাজে সময় বাচাতে এগুলো শর্টকাট Key এর ব্যবহার জানাটাও জরুরি। 

শেষ কথা

এখানে ৮০ টি কম্পিউটার কিবোর্ড শর্টকাট সম্পর্কে বলে দেওয়া হয়েছে।পরবর্তীতে আরো কিবোর্ড শর্টকাট Key সম্পর্কে আলোচনা করবো।আর হ্যাঁ আমি আপনাদের ভালোভাবে বুঝতে আর্টিকেল পাবলিশ করে থাকি।আমার এই ওয়েবসাইটে। কেউ যদি কিছু না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করতে আপারেন অথবা আমাকে মেইল করতে পারেন।আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো পোস্টে কোনো ভুল হলে ধরিয়ে দিবেন।ক্ষমা দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 
নবীনতর পূর্বতন