-->

ব্লগার ওয়েবসাইটের পেজের স্পিড কিভাবে বাড়াতে পারবেন।

ব্লগার ওয়েবসাইটের পেজের স্পিড বাড়ানোর দশটি ট্রিকস।

Blog


আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আর তা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড।কিভাবে আপনার ওয়েবসাইটের স্পিড বাড়াতে পারবেন। দশটি কৌশল আপনারা ফলো করবেন কাজ হয়ে যাবে।তো চলুন দেরি না করে বলে টিপসগুলো।

ইমেজ অপ্টিমাইজেশন (image optimization) :

ইমেজ অপ্টিমাইজেশন হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে একটি ইমেজের সাইজ কমিয়ে আনা হয়।একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করা হয় যাতে ওয়েবসাইটের কন্টেন্ট দেখতে সুন্দর হয়।

এখন আপনি তো আপনার ওয়েবসাইটে নিশ্চই ইমেজ ব্যবহার করবেন আর সেগুলো বড় হলে অবশ্যই লোড টাইম বেশি হয়ে যাবে আর এতে করে ব্যবহারকারীর মোড খারাপ করতে পারে।তাই ইমেজ সাইজ কমানো প্রয়োজন। ইন্টারনেটে ইমেজ কম্প্রেশন ব্যবহার করে সাইজ কমিয়ে ওয়েবসাইটে ব্যবহার করা উচিত।

কম্প্রেশন ইমেজ ব্যবহার করলে সার্চ ইঞ্জিন এ আসতে সময় লাগে কম।ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো পাবে।তাই ইমেজ অপ্টিমাইজেশন করে ওয়েবসাইটে ব্যবহার করা উচিত।

ক্যাশিং ব্যবহার করা (Use Cashing) :

ক্যাশিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ওয়েবসাইটের ডাটা বা পেজগুলো সাময়িকভাবে ব্যবহারকারীর ডিভাইস বা নিকটবর্তী সার্ভারে সংরক্ষণ করা হয়।এতে করে পেজের স্পিড বাড়ে।

ক্যাশিং ব্যবহার করলে বারবার ডাটা লোড করার প্রয়োজন পড়ে না।ক্যাশিং ব্যবহার করলে কি হয় জানেন?প্রথমবার যখন কোনো ব্যক্তি ওয়েবসাইটে প্রবেশ করে তখন সার্ভার থেকে সমস্ত তথ্য html,css এবং javascript, image ইত্যাদি ডাউনলোড হয়ে যায়।

এর সুবিধা হচ্ছে যখন সার্ভার বা ক্যাশ থেকে ডাটা লোড হয় তখন সার্ভার বা ওয়েবসাইটের উপর এত চাপ পড়ে না ক্যাশ বা সার্ভার থেকেই ডাটা লোড হয়ে পেজের স্পিড ঠিক রাখে।বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা CDN সার্ভারে ক্যাশে রাখা হয়।

CSS এবং Javascript মিনিফাই করা :(Minify CSS & Javascript) :

এর মানে হলো আপনার ওয়েবসাইটের থিম অপশনে গিয়ে html কোড থেকে css এবং javascript মিনিফাই করে দ্রুত লোড করাতে পারবেন।

আপনার ওয়েবসাইট থেকে অপ্রয়োজনীয় কিছু সিএসএস এবং অব্যবহিত জাভাস্ক্রিপ্ট রিমুভ করে দিবেন।এতে করে আপনার ওয়েবসাইটের লোড টাইম দ্রুত হবে।ছোট ছোট আকার দিতে পারেন সিএসএস ও জাভাস্ক্রিপ্ট এর।

আর দ্রুত লোড পাওয়া মানে হলো আপনার ওয়েবসাইটের র‍্যাংকিং এ এগিয়ে যাওয়া।আর দ্রুত লোড হলে ব্যবহারকারী সন্তুষ্ট হয়।আর ওয়েবসাইট লোড টাইম কম হলে ভিজিটর বেশি আসবে।

CDN ব্যবহার করা (Used Content Delivery Network) :

CDN বা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক হচ্ছে একটি সিস্টেম যা ওয়েবসাইটের কন্টেন্ট যেমন - ইমেজ, ভিডিও,css,javascript ইত্যাদি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সার্ভারগুলোর মাধ্যমে ব্যবহারকারীর নিকটবর্তীর সার্ভার থেকে সরবরাহ করা হয়।এই ব্যবস্থা চালু হলে ওয়েবসাইটের স্প্রিড দ্রুত হবে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো হয়।

CDN মূলত ওয়েবসাইটের কন্টেন্ট কপি করে CDN নেটওয়ার্কের কপি করে সংরক্ষণ করা হয়।

লেজি লোডিং Lazy Loading ব্যবহার করা

এটি এমন একটি পদ্ধতি যা পেজের লোডিং অপ্টিমাইজ করে থাকে।এই পদ্ধতিটা সাধারণত ইমেজ,ভিডিও ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

লেজি লোডিং এর মাধ্যমে পুরো পেজ লোড না হয়ে যখন ব্যবহারকারী স্ক্রল করবে তখন ইমেজ,ভিডিও বা অন্যান্য এলিমেন্টগুলো লোড হয়।এর ফলে পেজ দ্রুত লোড হয়ে যায়।

সার্চ ইঞ্জিনের জন্য এই পদ্ধতিটি ভালো।কারণ এই পদ্ধতিতে ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো হয় এবং ওয়েবসাইট দ্রুত লোড হয়ে যায়।

সার্ভার অপ্টিমাইজেশন 

সার্ভার অপ্টিমাইজেশন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইট হোস্টিং সার্ভারটি দ্রুত ও দক্ষতার সাথে কার্যকর হয়ে থাকে।এটি পেজের স্পিড বাড়ায়।

সার্ভার অপ্টিমাইজেশনের জন্য উন্নতমানের হোস্টিং কিনুন।VPS বা Dedicated server ব্যবহার করুন।ওয়েবসাইটে ট্রাফিক বেশি হলে Cloud Hosting বা Managed Hosting ব্যবহার করতে পারেন।

HTTP/2 বা HTTP/3 ব্যবহার 

HTTP/2 or HTTP/3 হচ্ছে ওয়েব প্রটোকলের উন্নত সংস্করণ যা ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ায়।HTTP/2 হলে HTTP/1.1 এর আপডেট ভার্সন যা ২০১৫ সালে চালু হয়েছিল।

তারপরে HTTP/3 হচ্ছে HTTP/2 এর আপডেত ভার্সন যা ২০২২ সালে প্রকাশিত হয়।এটি আরো আধুনিক এবং দ্রুত।

ফন্ট অপ্টিমাইজেশন 

ফন্ট অপ্টিমাইজেশন হল ওয়েবসাইটের পেজের স্পিড বাড়ানোর জন্য ওয়েবসাইটের ফন্ট সাইজ ছোট করা।
ফন্ট অপ্টিমাইজেশন করলে ওয়েবসাইটের দ্রুত লোডিং হয়ে যায়।

উপসংহার

পেজ স্পিড বাড়াতে গেলে উপরে সব বিষয়গুলোই মানতে হবে।বিশেষ করে পেজের টেকনিক্যাল বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে ভালো করে।

পেজ স্পিড ইনসাইড দিয়ে ওয়েবসাইট পরীক্ষা করে ফলাফল দেখে ওয়েবসাইটের কাজ করতে হবে।আপনার ওয়েবসাইট দ্রুত লোডিং নিলে দর্শকরা সন্তুষ্ট থাকবে।